গত কয়েদিনের অব্যাহত পানি বাড়ার ফলে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ধান, ভুট্টা, পেঁয়াজ, বাদাম, ডালসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে কৃষকরা কাঁচাসহ আধাপাকা ধান কেটে নিচ্ছে। অসময়ে নদের পানি বাড়ায় ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক।
এদিকে চিলমারী উপজেলায় দেড়শ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জানা গেছে, মধ্য অক্টোবর হঠাৎ পানি বাড়ার ফলে ব্রহ্মপুত্র অববাহিকার, সদর উপজেলার ভববতিপুর, চর যাত্রাপুর, মাঝের চর, ঝুনকারচর, উলিপুর উপজেলার মশালের চর, সাহেবের আলগা, গেন্দার আলগা, চিলমারী উপজেলার ফেইসকার চর, অস্টমির চরসহ শতাধিক চরের নিচু এলাকার ফসল তলিয়ে গেছে। আবার কোনো ক্ষেত ৪-৫ দিন ধরে পানি নিচে তলিয়ে থাকায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
চরাঞ্চলের কৃষকরা জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার ভারি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে উজানের ঢলের পানি। ফলে সদ্য লাগানো ভুট্টা, বাদাম, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় আবারো নতুন করে চাষ করতে হবে কৃষকদের।
চিলমারীর অষ্টমির চরের কৃষক আব্দুল খালেক, দোলোয়ার, তারা মিয়াসহ অনেকে জানান, হাজার হাজার টাকা খরচ করে ফসল চাষ করে অসময়ে পানি আসায় সব নষ্ট হয়ে গেল।
চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাস বলেন, হঠাতেই ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ও বৃষ্টির কারনে প্রায় দেড়শত হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে, পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ নির্ধারন করা যাবে।
নদী বন্দর/এসএইচ