সুনামগঞ্জের ছাতকে গাছ থেকে ডাল পড়ে মাথায় আঘাতের কারণে ছালিক মিয়া (৩৮) নামে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (নজমপুর) গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গাছ কাটার সময় নিচে দাঁড়িয়ে থাকা ছালিক মিয়ার মাথায় গাছের বড় একটি ডাল পড়লে মারাত্মক আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালারুকা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালিক মিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নদী বন্দর / পিকে