ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি ক্ষমতাসীন দলের একের পর এক এমপি অনাস্থা প্রকাশ করে চলেছেন। ১২ জনের বেশি এমপি এ তালিকায় নাম লিখিয়েছেন, যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে।
এমন প্রেক্ষাপটে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দলের গুরুত্বপূর্ণ ১৯২২ কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন লিজ ট্রাস। উপপ্রধানমন্ত্রী থেরেসি কফিও ডাউনিং স্ট্রিটে ছিলেন।
বৃধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ এবং তেল-গ্যাস আহরণের বিতর্কিত পদ্ধতি ফ্র্যাকিং নিয়ে বিশৃঙ্খল ভোটের পরে ট্রাসের প্রধানমন্ত্রিত্ব নতুন করে চাপের মধ্যে পড়ে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ভোট না দেওয়া কয়েক ডজন টোরি এমপি ‘যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার’ সম্মুখীন হবেন।
তবে এমন পরিস্থিতিতেও পরিবহনমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান জোর দিয়ে বলেছেন, মন্ত্রিসভা এখনো প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের ওপর আস্থা রেখেছে।
সূত্র : বিবিসি
নদী বন্দর/এসএইচ