অভিনেত্রী মাহিয়া মাহিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় পদে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ফালগুনী হামিদ।
মাহিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক করে চিঠি ইস্যু করা হয়েছে ২৬ অক্টোবর। দুটি দায়িত্বই দেয়া হয়েছে আগামী দুই বছরের জন্য।
ফালগুনী হামিদ গণমাধ্যমে বলেন, ‘মাহির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হয়েছে। কিছুদিন পর আমাদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা মাহিকে দায়িত্ব দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
ফালগুনী আরও বলেন, ‘এটা যেহেতু সাংস্কৃতিক সংগঠন, তাই আমরা চাই সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ এখানে যুক্ত হোক। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এ ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ হয়তো আমরা করব না।’
বৃহস্পতিবার অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন। এ উপলক্ষে বুধবার রাতে একটি আয়োজন ছিল। আয়োজনটি মাহির ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করা হয়।
নদী বন্দর/এসএইচ