তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন। জার্মানির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তুষারঝড়ে একটি গাছ উপড়ে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কনকনে শীতে জবুথবু অবস্থা ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশের বাসিন্দাদেরও।
সফেদ তুষারকণা ঝরছে অনবরত। বরফের ভারী আস্তরণে ঢাকা পড়েছে ফ্রান্সে রাজধানী প্যারিসের রাজপথ। এর সঙ্গে ঝোড়ো হাওয়া যোগ করেছে বাড়তি ভোগান্তি। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা স্থানীয় বাসিন্দাদের। বৈরী আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
কয়েক দিন ধরেই তুষারের শুভ্র চাদরে ঢাকা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর রাস্তা। দেড় মিটারের বেশি পুরু বরফ জমে থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাগুলো। যান চলাচল স্বাভাবিক করতে বুলডোজারসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বরফ সরানোর কাজ করছেন কর্মকর্তারা। তাদের সহায়তায় স্বেচ্ছাসেবীসহ এগিয়ে এসেছেন স্থানীয়রাও।
এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ফিলোমেনা আঘাত হানার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের। তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় এখনও শহরের বেশির ভাগ পথঘাট ঢেকে আছে বরফে। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
টানা তৃতীয় দিনের মতো তুষারপাত অব্যাহত থাকায় রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাটে বরফ জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এসব রাস্তা থেকে বরফ অপসারণে কাজ করছেন প্রায় এক হাজার কর্মী।
এদিকে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় তুষারপাত অব্যাহত আছে ব্রিটেনেও। তীব্র শীত জেঁকে বসায় লন্ডনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নদী বন্দর / জিকে