বিএনপির গণসমাবেশে একটি পটকাও ফোটেনি, সেজন্য সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে শনিবার (১৯ নভেম্বর) পলোগ্রাউন্ড মাঠ পরির্দশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। তারা আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে মানুষ মেরেছে। অথচ, এখন বিএনপির সমাবেশে সরকার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে।
তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এখন তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।
পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই বলেও জানান হাছান মাহমুদ।
নদী বন্দর/এসএইচ