হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক এবং আমদানি-রফতানিকারক গ্রুপের সদস্য গোলাম মোর্শেদ শাহিনের মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) ভোরে বগুড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিলি স্থলবন্দরের সাদ ট্রের্ডাসের স্বত্বাধিকারী মোর্শেদ শাহিন।
তার মৃত্যুতে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি আরও জানান, বন্দরের সুনামধন্য একজন পেঁয়াজ আমদানিকারক এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের সদস্য ছিলেন। তাই তার মৃত্যুতে আমরা শোকহাত। ব্যবসায়ীদের সিদ্ধান্তে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। দুপুরে জানাজা শেষে ২টার পর থেকে আমদানি-রফতানি ও লোড আনলোড শুরু হওয়ার কথা রয়েছে।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানি-রফতানি বন্ধে জন্য আমাদের একটি চিঠি দিয়েছে। তাদের চিঠির প্রেক্ষিতে দুপুর ২টা পর্যন্ত পানামার সব কার্যক্রম বন্ধ থাকবে।
নদী বন্দর / জিকে