সেনেগালের পার্লামেন্টের ভেতর হাতাহাতিতে জড়িয়েছেন সংসদ সদস্যরা। গত বৃহস্পতিবার বাজেট উত্থাপন চলা অবস্থায় একজন নারী সংসদ সদস্যকে চড় মারেন আরেকজন সংসদ সদস্য। তা নিয়ে হাতাহাতিতে জড়ান বেশ কয়েকজন।
বিবিসির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা এক নারী সংসদ সদস্যকে একজন পুরুষ সংসদ সদস্য চড় মারছেন।
এ ঘটনায় হতভম্ব ওই নারী তার আসন ছেড়ে বের হয়ে পুরুষ সংসদ সদস্যকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এরপর আরো কয়েকজন এসে মারামারিতে যোগ দেন। একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন তারা।
বিরোধী দলীয় সংসদ সদস্য মাসাতা সাম্ব সরকার দলীয় সংসদ সদস্য নাদিয়ে নাবরির গালে চড় মারার অভিযোগ উঠেছে। নাবরি এতে ক্ষিপ্ত হয়ে সাম্বের দিকে চেয়ার ছুড়ে মেরেছেন। একজন সংসদ সদস্য ওই নারী এমপিকে মাটিতে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। হাতাহাতির জেরে অধিবেশন স্থগিত করা হয়।
নারীর ওপর সহিংসতা বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে সেনেগালে। এরই মধ্যে দেশটির পার্লামেন্টের ভেতর একজন নারী সংসদ সদস্যের ওপর হাত তোলার অভিযোগ উঠল। এ ঘটনায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র: বিবিসি
নদী বন্দর/এসএইচ