1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে কোনো সমস্যা হবে না’ - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবারে এসএসসি ও সমমানের পাশের হার যেমনটি বেড়েছে। তার সঙ্গে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ফলে তাদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে কোনো সমস্যা হবে না। ভালো শিক্ষা প্রতিষ্ঠান দাবি করা, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না।

কারণ, অতিমেধাবী এবং ভালো শিক্ষার্থী যারা, তাদের অভিভাবকরা ওই সব প্রতিষ্ঠানে তাদের সন্তানদের ভর্তি করে। ’চাঁদপুরে ৩১তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে-শিক্ষায় সমতা বিধান করা। যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। এই বিজয়ের মাসে দেশে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। আর বিএনপি-জামাত যদি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতার জন্য তাই করে, তাহলে আওয়ামী লীগ তার নেতাকর্মী এবং দেশের মানুষকে নিয়ে তা প্রতিহত করবে। ’

তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। স্থিতিশীলতা চায়। তবে সবার গণতান্ত্রিক অধিকার আছে। তাই কোনো দাবি দাওয়ার জন্য আন্দোলন করতে হবে, তা যেনো শান্তিপূর্ণ হয়। কারণ, দেশ আজ অনেক দূর এগিয়েছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। সুতরাং বিরোধী শক্তিকে বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ নেই। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেলা কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। মেলা উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা স্টলসহ আরো কয়েকটি স্টল ঘুরে দেখেন। পরে চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মাঝে স্মার্টকার্ড বিতরণ করেন মন্ত্রী।

এছাড়া আজ সোমবার বিকালে চাঁদপুর সদর ও চাঁদপুর পৌরসভা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৯ বছর পর তৃণমূলের এই দুটি সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এতে প্রধান অতিথি থাকবেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পদক সুজিত রায় নন্দী।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com