দেশে বিনিয়োগ বিকাশে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ব্রিজ টু বাংলাদেশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বিডা সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভূতপূর্ণ উন্নয়ন বাংলাদেশকে বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। আমাদের রয়েছে বিশাল ডমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি, যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, ব্রিজ বাংলাদেশের সঙ্গে সমঝোতার ফলে বহির্বিশ্বে বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ব্র্যান্ড বাংলাদেশের প্রচার এবং বাংলাদেশে বিনিয়োগ সুবিধাগুলো তুলে ধরা আরও সহজ হবে। এর মধ্য দিয়ে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসবে।
বিডার নির্বাহী সদস্য মতিউর রহমান বলেন, এ সমঝোতা স্মারকের ফলে বিনিয়োগ বিকাশের গতি আরও বৃদ্ধি পাবে এবং বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের অর্থ প্রেরণ আরও সহজ হবে।
ব্রিজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন বলেন, বিডার সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রোড শো আয়োজনসহ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরা ও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করবো, ইতোমধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি।
নদী বন্দর/এসএইচ