ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘন কুয়াশার কারণে সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের পুখুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা।
জানা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে অপর দিক থেকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফি পরিবহনের বাসটি পাশের খাদে পড়ে যায়। বাসে থাকা ২০ জন যাত্রী গুরুতর আহত হন।
নদী বন্দর / পিকে