স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সম্মানিত অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মাদ আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
সভাপতিত্ব করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
এতদিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছিল আরএফএল-এর একমাত্র বাইসাইকেল কারখানা। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা বছরে আট লাখ পিস। এই কারখানায় উৎপাদিত সাইকেল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তবে দেশ-বিদেশে আরএফএল বাইসাইকেলের চাহিদা বাড়ায় আমদানিনির্ভরতা কমাতে বিশেষ পরিকল্পনা নেয় আরএফএল। এরই অংশ হিসেবে হবিগঞ্জের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে রংপুরের গঙ্গাচড়ায় নতুন কারখানাটি চালু করা হলো। এ কারখানাটি শুধু দেশের চাহিদা মেটাবে।
গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেলের চালু হওয়া নতুন এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লাখ পিস। বর্তমানে চারশ জন কাজ করছেন। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস ও কর্মসংস্থান হবে প্রায় এক হাজার মানুষের। এ কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।
নদী বন্দর/এসএইচ