সারাদেশে গত ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চালানো পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে গত ১ ডিসেম্বের থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এ সময়ে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালিয়ে ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। এ ছাড়া বাকি ৮ হাজার জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ হাজার ১৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৫ দিন ধরে চালানো অভিযানে আটটি শুটারগান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া এ সময় ২ লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, ৭ হাজার ৫৮১ কেজি গাঁজা, ৫ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
এর আগে, গত ২০ নভেম্বর রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের চলমান অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ নভেম্বর এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।
নদী বন্দর/এসএইচ