“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। এরপর যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা দিতে ১৯৭৫ সালে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয়। সমানে পাল্লা দিয়ে চলে ইতিহাস বিকৃতি।
” আজ মঙ্গলবার বেলা ১১টায় নাটোর অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিপু মনি।
ডাঃ দিপু মনি আরো বলেন, জিয়াউর রহমান কেমন মুক্তিযোদ্ধা ছিলেন? যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবেনা বলে ইনডেমনিটি বিল পাস করেন জিয়া। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ বন্ধ করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানী দোসর রাজাকারদের পুনর্বাসন করেন তিনি।
দিপু মনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। গ্রাম হচ্ছে শহর। সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেরা পরিষদ চেয়ারম্যান সাজেদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার সহ প্রমুখ। সভা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের।
নদী বন্দর/এসএইচ