তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাঁকডাকের মাধ্যমে আন্দোলনে ব্যর্থ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার পতনের আন্দোলন করছে। ১০ ডিসেম্বর ১০ লাখ লোকের সমাগম ঘটানোর কথা বলে ৫০ হাজার লোক এনেছে। এরপর থেকে দলের সাধারণ নেতাকর্মীরা বিএনপির সঙ্গে নেই। তাই তাদের খুশি করতে মিথ্যা আশার বাণী শোনাচ্ছেন সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ গণ মানুষের দল, এসব হুংকার দিয়ে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।
এ সময় তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন পরিশীলিত মানুষ। সংকটের সময় কিভাবে নেতৃত্ব দিতে হয় তার জীবনী থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীদের শেখার আছে। প্রভাবশালী হয়েও কখনও লোভ লালসা তাকে বশ করতে পারেনি। সারা জীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন।
নদী বন্দর/এসএইচ