রাজশাহীতে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাসও বইছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মৃদু শৈত্যপ্রবাহের পর গত দুদিন তাপমাত্রা বাড়লেও বুধবার (১১ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান বলেন, রাজশাহীতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে।
এদিকে মাঝারি শৈত্যপ্রবাহে জেলায় জবুথবু অবস্থা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। সকাল থেকে রাস্তায় লোকজনের চলাফেরাও কম দেখা গেছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
নদী বন্দর/এবি