কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকাণ্ড বানচাল করতে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপতৎপরতা চালাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় তাদের অপতৎপরতা রুখতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নকাজের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নকাজের উল্লেখ করে বিস্তারিত বর্ণনা দেন এবং ওইসব কাজের সুফল জনগণ পাচ্ছে বলে জানান।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।
মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে বাংলাদেশের কোনো অস্বস্তির বিষয় সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোনো অস্বস্তি নেই। অন্যরা যদি পরামর্শ দেয় তা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তা আমরা গ্রহণ করব। আর পরামর্শ দিলেই তো হবে না, বাস্তবায়নও একটা বড় বিষয়। আমরা বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিব।
নদী বন্দর/এসএইচ