এখনো বিচ্ছিন্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। অবশেষে জন দুর্ভোগ নিরসনে এগিয়ে এলো সেনাবাহিনী। চলছে ১৪০ মিটার লম্বা বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের কর্মযজ্ঞ। এতে দ্রুত রাঙ্গামাটি-খাগড়াছড়ির সড়কে যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশার আলো দেখছেন পার্বত্য অঞ্চলের মানুষ।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি-রাঙ্গামাটি সংযোগ সেতুটি ভেঙে পড়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন পার্বত্য অঞ্চলের মানুষ। উৎপাদিত সবজি বিক্রি ও ব্যবসায়িক নানা কাজে প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করতে হয় তাদের। আনারস চাষিরাও পড়েছেন বিপাকে। উৎপাদিত ফসল বাজারজাত করতে বেড়েছে পরিশ্রম ও পরিবহন ব্যয়। তাই অবিলম্বে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
এ অবস্থায় সেনাবাহিনী ভেঙে যাওয়া কুতুকপুর ব্রিজের পাশেই বিকল্প আরেকটি বেইলি ব্রিজ নির্মাণে কাজ করছে।
বাংলাদেশ সেনাবাহিনী ২০ ইসিবি মেজর এসএম খালেদুল ইসলাম জানান, যানবাহন চলাচলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সচল রাখার লক্ষ্যে বেইলি ব্রিজ নির্মাণ কাজ চলছে।
গত ১২ জানুয়ারি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকার বেইলি ব্রিজটি পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে চালকসহ তিনজন নিহত হয়। এরপর থেকেই খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ হয়ে যায়।
নদী বন্দর / এমকে