1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি - Nadibandar.com
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদরদপ্তরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতির বিপদের দিনে সবসময় সবার আগে এগিয়ে এসেছে ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। কর্তব্য পালনের পাশাপাশি করোনা মোকাবিলায় মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

আইজিপি আরও বলেন, করোনার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেননি। ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েন। এসব কর্মহীন মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছেন ডিএমপির সদসরা। যেখানে যা প্রয়োজন হয়েছে, সেটা দিয়েছেন তারা। এমনকি অসুস্থদের হাসপাতালে ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষকে দাফনের কাজও করেছে ডিএমপির সদস্যরা।

IGP-2.jpg

এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ডিএমপি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাজারবাগের মূল অনুষ্ঠানস্থলে রওনা হয়। এতে ডিএমপির ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

১৯৭৬ সালের আজকের এই দিনে মাত্র ছয় হাজার জনবল ও ১২ থানা নিয়ে যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ৫০টি থানা ও প্রায় ৩৪ হাজার জনবল নিয়ে পুলিশের সবচেয়ে বড় এ ইউনিটের কার্যক্রম চলছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com