পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন পুলিশকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণ ঘটে।
এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
সিনিরর পুলিশ কর্মকর্তা নোতজাই বলেছেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। হামলার শিকার বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হলো প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
বাংলা৭১নিউজ/এসএইচ