সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না। জনগণকে নিয়ে আজকের শক্তিশালী দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে দিলশাদ হাজেরা অরফানেজ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বানোয়াট কথায় আওয়ামী লীগের পতন হবে এটা কেউ বিশ্বাস করে না। জনগণের জীবনমান উন্নয়নে অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করে। শুধু তাই নয় বঙ্গবন্ধু আওয়ামী লীগকে শিখিয়ে গেছেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, মানুষ জানে আওয়ামী লীগ ছাড়া তাদের অধিকার আদায়ে অন্য কোনো দল কাজ করতে পারবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কী ঘটেছিল তা মানুষের জানা আছে।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার ও দিলশাদ হাজেরা অরফানেজ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মো. জিল্লুর রহমান চৌধুরীর, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌর মেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।
নদী বন্দর/এসআরকে