1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘গরীবদের ভ্যাকসিন ট্রায়ালের গিনিপিগ বানাবেন না, আগে ভিআইপিরা নিন’ - Nadibandar.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১৪৮ বার পঠিত

করোনা ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার না করতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী। এসময় ‘করোনার ভ্যাকসিন ভিআইপিরা আগে পাবেন না’-  স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। 

বলেন, গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার টিকা আসছে, এটা ভিআইপিরা আগে পাবে না। ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন বাঁচে না মরে। তারা বাঁচলে ভিআইপিরা নেবেন, আর মারা গেলে তারা আর নেবেন না। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গরীব মানুষ গিনিপিগ না কি? গরীবদের ভ্যাকসিন ট্রায়ালের গিনিপিগ করবেন না, আগে আপনারা ভিআইপিরা দিন। এসময়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেন এবং ওখানকার স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. ফাউসি প্রথমে ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান রিজভী।

সরকার প্রধান ও মন্ত্রীদের উদ্দেশ্য করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘নিজেরা তো আছেন একেবারে নিরাপত্তার চাদরের মধ্যে ঢাকা। ভাইরাস যেন কোনো ফাঁক দিয়ে ঢুকতে না পারে, ঠিক এভাবেই আছেন। প্রধামমন্ত্রী এভাবেই আছেন, ওবায়দুল কাদের এভাবেই আছেন, স্বাস্থ্যমন্ত্রীও আছেন। আর ওনারা বলছেন ভিআইপিরা আগে পাবে না।’

তিনি আরো বলেন, ‘আপনারা যে দেশের কাছ থেকে আপনারা ভ্যাকসিন নিচ্ছেন, তারা তো আপনাদেরকেই বন্ধু মনে করে। ওই দেশের পলিসি মেকাররা শুধু আওয়ামী লীগের সরকারকে বন্ধু মনে করে। বাংলাদেশে আর কাউকে বন্ধু মনে করে না। এটা তো আমাদের কাছে বিশ্বাসের জায়গাটা হালকা করে। তো আমাদের ভ্যাকসিনের উপর সন্দেহ থাকবে না কেন? আমাদের সন্দেহ সংশয় সব সময় রয়েছে। আর সেই সরকারের মন্ত্রী বলেন, ভিআইপিরা আগে পাবে না।’

রিজভী প্রশ্ন করে বলেন, ‘ভিআইপি কে? ভিআইপি হল মন্ত্রী, আমলা আর এমপিরা। আগে আপনারা নিন, তারপর গরীব মানুষের উপর প্রয়োগ করবেন।’ 

এসময় ভারতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘ভারতে ভ্যাকসিন নিতে গিয়ে কয়েক জায়গায় মারা গেছে। যদিও সেখানকার স্বাস্থ্য বিভাগ বলছে, সেটা ভ্যাকসিনের কারণে না। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেই তো তারা মারা গেছেন।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যদি পরিস্থিতি এই হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী আপনি ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন। আপনাদের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে। তারপর গরিবদের দেয়ার চেষ্টা করেন। যদি দেখেন এটার যথাযথ উপকার হয় তারপর গ্রামে-গঞ্জে পাঠানোর ব্যবস্থা করুন।’

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমান ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ওই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দুস্থদের মাঝে ঔষধ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com