শীতের কনকনে ঠান্ডায় পুকুর-জলাশয়ে মাছ ধরতে নামতে পারছেন না জেলেরা। এতে নওগাঁর পাইকারি আড়তে কমেছে মাছের সরবরাহ। এ জন্য সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত। তবে দাম বাড়ায় কিছুটা লোকসান কাটিয়ে ওঠার কথা বলছেন মৎস্য চাষিরা।
সপ্তাহজুড়েই চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। হিম বাতাস আর কনকনে ঠান্ডায় পুকুর জলাশয়ে নামতে পারছেন না জেলেরা। এতে আড়তে কমেছে মাছের সরবরাহ। অল্প কিছু মাছ নিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শীতের সকালে মহাদেবপুরের পাইকারি আড়তে এসেছেন জেলেরা।
সরবরাহ কমায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। উন্মুক্ত জলাশয়ের মাছের আমদানি কম হলেও পুকুরে চাষ করা মাছের সরবরাহ বেড়েছে আড়তে। হাঁকডাকে চলে এসব মাছ বেচাকেনা।
নওগাঁর মহাদেবপুর মৎস আড়ত সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, শীতের কারণে জেলেরা পুকুর-জলাশয়ে মাছ ধরতে নামতে পারছেন না। আমদানিও কমেছে এ জন্য দাম একটু বেশি কেজিতে।
মৎস্য বিভাগ জানায়, জেলায় নিবন্ধিত ১৮ হাজার মাছ চাষি ও ৩৩ হাজার জেলে রয়েছেন।
নদী বন্দর / এমকে