1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পেট্রাপোলে আসছেন অমিত শাহ, বেনাপোলে ২ দিন বন্ধ আমদানি-রপ্তানি - Nadibandar.com
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রুপা ন্যায়বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে: টবি ক্যাডম্যান সাত কলেজ শিক্ষার্থীদের নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জরুরি সভায় সাত কলেজের বিষয়ে যেসব সিদ্ধান্ত এসেছে খুলনার টিকে থাকার লড়াই, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বিকেল ৪টার মধ্যে ৬ দাবি মানার আল্টিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে
বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৯ বার পঠিত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পেট্রাপোল বন্দরে আসছেন মঙ্গলবার (৯ মে)। এদিন সেখানে একাধিক শিলান্যাস কর্মসূচি ও উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা আছে। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার (৮ মে) থেকে দুদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশঙ্ক শেখর ভট্টাচার্য বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে কালিয়ালি বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ। এরপর সড়ক পথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, এছাড়া পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির জন্য শিলান্যাস করবেন। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানির জন্য একটি মাত্র গেট আছে। ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির শিলান্যাস করবেন অমিত শাহ। কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে তার ভাষণ দেওয়ার কথা। দুপুর ২টা নাগাদ তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী পেট্রাপোল বন্দরে আসবেন। এ কারণে সোমবার-মঙ্গলবার দুদিন পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, মঙ্গলবার পেট্রাপোল বন্দরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে আজ ও আগামীকাল এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে কোনো কার্যক্রম হবে না। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

নদী বন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com