বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩ টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, পরিস্থিতির উন্নতি না পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যাত্রীরা ফেরিতে নদী পার হতে পারবেন।
নদী বন্দর/এসএস