বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। মঙ্গলবার (১৩ জুন) এ ঘটনার নিন্দা জানান তিনি।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করবে। এই হামলা গনতন্ত্র ও গণতন্ত্রকামী জনগণের ওপর হামলার শামিল। রওশন এরশাদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেছেন, যে সব দুস্কৃতিকারী ফয়জুল করিমের ওপর হামলা চালিয়েছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদের বিচার করতে হবে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, যে মুহুর্তে সব দলের, সব মতের ও জনগণের দাবি উঠেছে স্থানীয় ও জাতীয় নির্বাচন যেন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয় সেই মুহুর্তে এই হামলা সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সোমবার সিটি করপোরেশনের ভোট চলাকালে দুপুর ১২টায় তার ওপর হামলা করায় তিনি আহত হন, যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
বিরোধী দলীয় নেতা আশা করেন, অবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনীতিতে সব দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সহনশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন বেগম রওশন এরশাদ।
এদিকে, হামলার ঘটনায় ফয়জুল করিম পুলিশ কমিশনার ও রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
নদী বন্দর/এসএস