রংপুরের মধ্য বিন্নাটারিতে ১২ বছর আগে সংঘটিত একটি শিশু ধর্ষণ মামলার আসামি আইনুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি আইনুল হক ২০০৯ সালের ১ মার্চ শিশুটিকে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনের কারণে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেলে ভর্তি করে এলাকাবাসী। লোমহর্ষক এই ঘটনায় ৮ জন আদালতে সাক্ষ্য দেন।
এদিকে মামলার যাবতীয় কার্যক্রম শেষে আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী।
নদী বন্দর / পিকে