পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী ‘এমভি আমেরিকা গ্রেকা’ নামের জাহাজ। রোববার (১৬ জুলাই) সকালে জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কারেজে এসে পৌঁছায়।
পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভ্যাসেল। জাহাজটি গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম বন্দর হয়ে আজ পায়রা বন্দরে পৌঁছেছে।
তিনি আরও বলেন, গত ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি ষষ্ঠ জাহাজ। এখন পর্যন্ত মোট ছয়টি জাহাজে প্রায় তিন লাখ চার হাজার ১৩৩ টন কয়লা এসেছে।
নদী বন্দর/এসএইচবি