লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে নগদ এক লাখ টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নিহত সাংবাদিক ইউনুছ আলীর স্ত্রী ও দুই সন্তানের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন তিনি।
এসময় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আদিতমারীর যুগিটারী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সাংবাদিক ইউনুস আলী। তিনি সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ইউনুস আলী।
নদী বন্দর/এসএইচবি