শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য, পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।
শনিবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমরা চাই না দেশের প্রথিতযশা ব্যক্তিদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে তাদের ছোট করা হোক। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়। আমাদের সন্তানদের আরও সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব দেশ আমাদের ওপর চোখ রাঙায়, হিসেব করলে দেখবেন আইনের শাসন থেকে শুরু সব জায়গায় আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। আমরা আরও ভালো জায়গায় যেতে চাই। আরও ভালো জায়গায় যেতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভালোভাবে। আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ।
শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আভা দত্ত’র সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর অ্যালামনাইরা হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেবেন বলে ঘোষণা দেওয়া হয়।
নদী বন্দর/এসএইচবি