সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। এ বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রশ্ন তুলেছেন, বিএনপির আবদার রক্ষা করার জন্য সংসদ ভাঙবে।
তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে। এই সংসদ গঠিত হয়েছে পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পরে পরবর্তী সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিকস মোলার এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলস। এছাড়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ক্রেডেনশিয়ালস প্রদান করেন।
নদী বন্দর/এবি