বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। টানা পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর এক মাস আগে তাকে বাসায় নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে প্রায় ৫ মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে তার একটিতে রিং পরানো হয়।
নদী বন্দর/এসএইচবি