বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছে৷
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে৷ তবে অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ৷
নদী বন্দর/এসএইচ