দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পরিচয় পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে।আজ রবিবার বেলা ১২টায় পৌরসভা চত্ত্বরে স্মার্ট কার্ড বিতরণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।
এসময় ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন,উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক,সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম রবিসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারী ও ওয়ার্ডের কাউন্সিলরগণসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জানান,২০১৯ সালে যারা নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে প্রথম পর্যায়ে পৌরসভা ও পর্যায়ক্রমে ৪টি ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরন করা হবে। ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ১২শ নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু করা হয়েছে।
নদী বন্দর / জিকে