প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং বিকল্প ফোকাল কর্মকর্তা নিয়োগ দিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
খোঁজ নিয়ে জানা গেছে, আইএমইডির মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুল মজিদকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং আইএমইডির পরিচালক (যুগ্মসচিব) আবদুল্লাহ আল মামুনকে বিকল্প ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ২৮ জানুয়ারি তাদেরকে এ নিয়োগ দেয়া হয়েছে।
একই দিন সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামানকে এবং বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপসচিব মোহাম্মদ আরিফুর রহমানকে নিয়োগ দিয়েছে আইএমইডি।
এছাড়াও রোববার (৩১ জানুয়ারি) আইএমইডির যৌন হয়রানি বন্ধের লক্ষ্যে উপসচিব ওয়াহিদা হামিদকে কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নদী বন্দর / জিকে