চার দিনের জরুরি চিকিত্সার পরে সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরেই নিজের মাস্ক খুলে ফেলে তিনি জানান, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারে অংশ নেবেন।
হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প ট্যুইট করেন ‘করোনাকে নিয়ে ভয় পাবেন না।’ যদিও ইতিমধ্যেই শুধুমাত্র আমেরিকাতেই করোনার জেরে মৃত্যু হয়েছে ২ লক্ষের বেশি মানুষের।
উল্লেখ্য, করোনা রিপোর্ট পজিটিভ আসলে ও শ্বাসকষ্ট শুরু হওয়ার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আমেরিকার মিলিটারি হাসপাতালে চিকিৎসা চলছিল ট্রাম্পের।
ওই হাসপাতালে ট্রাম্পকে মূলত Remdesivir ও REGN-COV2 এই দুটি ওষুধের ডোজ দেওয়া হয়। দেখা যাচ্ছে তার জেরেই সুস্থ হয়ে উঠেছেন ট্রাম্প। সোমবার স্থানীয় সময় অনুসারে সাড়ে ৬ টায় ছুটি দেওয়া হয় ট্রাম্পকে।
যদিও করোনা হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেও তা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর জানিয়েছে। ওই রিপোর্টে উল্লেখ, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পেয়েছিলেন। তখন তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন।
এছাড়াও সামনে নির্বাচনের কথা মাথায় রেখে সমর্থকদের চাঙ্গা রাখার জন্য রবিবার ওয়াল্টার রিড হাসপাতালের স্যুট থেকে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে মোটর গাড়িতে উঠে হাত নাড়ান ট্রাম্প। একেবারে প্রটোকল ভেঙে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট।
এইভাবে খোদ প্রেসিডেন্ট করোনা নিয়ম ভঙ্গ করায় ক্ষুব্ধ চিকিৎসকরা। শুধু ক্ষুব্ধ হওয়া নয় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন ডাক্তাররা।ট্রাম্পের এহেন কাজে চমকে গিয়েছেন স্থানীয় মানুষজনও। কারণ ট্রাম্পের এহেন কর্মসূচির কোনও পরিকল্পনা ছিল না। ফলে হঠাত এতগুলি গাড়ি নিয়ে করোনা আক্রান্ত ট্রাম্পের শোভাযাত্রা দেখে চমকে যান অনেকেই।
নদী বন্দর/এবি