প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসির অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী মারা গেছেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।
দেশবাসীর কাছে মরহুমার জন্য দোয়া চেয়ে এবিএম আবদুল্লাহ জানিয়েছেন, এখন লাশ নিয়ে যাওয়া হবে আল মারকাজুল ইসলামে। সেখানো গোসল করানোর পর হয়তো আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর থেকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডা. এ বি এম আবদুল্লাহ দম্পতি। তিনি ধীরে ধীরে সুস্থ হলেও ওনার সহধর্মিণী মাহমুদা বেগমের ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একপর্যায়ে আইসিইউতে নেওয়া হয়।
সেখান থেকে বেশ সুস্থ হয়ে কেবিনেও ফিরে আসেন এবং বাসায় যাওয়ারও পরিকল্পনা করছিলেন। কিন্তু গত শুক্রবার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে এইচডিইউতে হাই-ফ্লো অক্সিজেন দেওয়া হয়। একপর্যায়ে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সবশেষ মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নদী বন্দর / পিকে