‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’— গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
মায়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাওন মাহমুদ। তাতে তিনি লেখেন, “মা নাই। চলে গেছে। শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাষার মাসেই চলে গেলেন তিনি।”
আজ (২৪ ফেব্রুয়ারি) বাদ জোহর সারা মাহমুদকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন শাওন মাহমুদ।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সারা আরা মাহমুদ। গত ১০ জানুয়ারি রাতে পা পিছলে পড়ে যান তিনি। এতে তার বাঁ দিকের হিপজয়েন্ট ভেঙে দুই টুকরো হয়ে যায়। বাম পা অকেজো হয়ে যায়। এর কয়েক দিন পরই সারা আরা মাহমুদের অস্ত্রোপচার হয়। সর্বশেষ আর ফেরানো গেল না শহীদ জায়াকে।
বাংলা সংগীত ভুবনে শহীদ আলতাফ মাহমুদ অমর স্রষ্টা। অসংখ্য জনপ্রিয় গানের সুর সৃষ্টির মধ্য দিয়ে বাংলা গানের জগতে অবিস্মরণীয় হয়ে আছেন। বিশেষ করে ভাষা আন্দোলন নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ গানের সুরকার হিসেবে বাঙালির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত ঢাকার প্রায় প্রতিটি সাংস্কৃতিক মঞ্চ ও জনসমাবেশে আলতাফ মাহমুদ ছিলেন অনিবার্য একটি চরিত্র। মুক্তিযুদ্ধেও তার ছিল বড় ভূমিকা।
নদীবন্দর/এএস