1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে: প্রধান উপদেষ্টা - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি: আন্দোলন ব্যর্থ না হতে দেওয়ার অঙ্গীকার নতুন ছাত্রসংগঠনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: হাড্ডাহাড্ডি লড়াই জিতে আফগানিস্তানের ইতিহাস, বিদায় ইংল্যান্ডের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদকাল হবে ৩ বছর চার পদ রেখে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে: প্রধান উপদেষ্টা ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন, আশা ফখরুলের রুয়েট ছাত্রলীগের সভাপতিসহ ৪ জনকে আজীবন, ৪২ জনকে হল থেকে স্থায়ী বহিষ্কার নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।

তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় বাংলাদেশ।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই—একটি ভিন্ন ধরনের সম্পর্ক।

এসময় জারাহ ব্রুহন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় ভক্ত।

সাক্ষাৎকালে ব্রুহন অধ্যাপক ইউনূসের চালু করা ‘থ্রি জিরো’ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

জারাহ ব্রুহন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।

নদীবন্দর/এসএইচ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com