ভারত থেকে আমদানি করা চাল স্থলবন্দরে খালাসে দেরি হওয়ায় তা এখনো বাজারে প্রবেশ করেনি। এ কারণেই অসাধু ব্যবসায়ীরা বাড়তি দামে তা বিক্রির সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের চালের মোকামগুলোতেও সরকারের বিভিন্ন সংস্থার নজরদারি আছে।
তিনি আরও বলেন, বর্ডারে ট্রাকের লাইন ধরে আছে। চালের দাম সহনীয় পর্যায়ে হয়ে যাবে আমদানি করা চাল দেশের বাজারে প্রবেশ করলে। তখন দাম কমে যাবে। আটকে থাকা পাথরবাহী ট্রাকের কারণে চালবাহী ট্রাক ঢুকতে পারছে না। কোনো সিন্ডেকেট নেই, আমদানির ক্ষেত্রে এলসি দুই চার পাঁচ জনকে দেওয়া হয়নি, ৪০০ জনের পর ব্যবসায়ীকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যখন অসাধু ব্যবসায়ী দেখছেন বর্ডারে চাল আটকে পড়ছে সহজে আসছে না এ সুযোগে তারা বাড়তি দামে বিক্রির সুযোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিপোর্ট যায়।
নদী বন্দর / পিকে