নোয়াখালীতে মাঠে ছাগল আনতে যাওয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জামসেদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় হাতিয়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। আর তিনি খাবার পানি আনতে যান। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোঁপ থেকে বের হতে দেখেন। তখন মেয়ের কাছে গিয়ে দেখেন সে কান্না করছে। পেছনে পেছনে জামসেদও ঝোপ থেকে বের হন।
তিনি আরও বলেন, জামসেদকে জিজ্ঞাসা করলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে জামসেদ তাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। ঘটনাটি জামসেদের স্বজনদের জানালে তারা আমাদের মারধর করে। পরে থানায় গিয়ে আমরা লিখিত অভিযোগ দেই।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ জামসেদকে আটক করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর বাবার করা মামলায় অভিযুক্ত জামসেদকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৪ মার্চ) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তসহ আনুষঙ্গিক কার্যক্রম অব্যাহত আছে।
নদীবন্দর/জেএস