ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক চলছে; সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
এ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়েও সহায়তা চাইবে কমিশন।
এর আগে সরকারপ্রধান ঘোষিত সময়সূচি ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকও ভোটের প্রস্ততি জানতে ইসিতে গিয়েছিলেন।
এর আগে সিইসি নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য তার কমিশন ‘পুরোপুরি প্রস্তুত’। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানিয়েছেন তিনি।
বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা তুলে ধরেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে।
নদীবন্দর/জেএস