যশোরের শার্শায় ঈদের তৃতীয় দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২০), তিনি উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২২) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, রাসেল ও জাহিদ মোটরসাইকেল যোগে নাভারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে পৌঁছালে বেনাপোল অভিমুখি একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে তারা দুজন রাস্তায় ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসসয় প্রাইভেটকারটির চালক বেনাপোলের দিকে দ্রুতগতিতে চালিয়ে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
নদীবন্দর/জেএস