1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১০ বছর আগে পদক নেওয়ার ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস - Nadibandar.com
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পঠিত

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রপ্রধানের মধ্যে বহুল কাঙ্ক্ষিত এক বৈঠক হয়ে গেলো। এতে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির হাতে উপহার হিসেবে নিজের পদক নেওয়ার ছবি তুলে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া ছবিটি ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক দেওয়ার মুহূর্তের।

এদিকে উপহার দেওয়ার ছবিটি পোস্ট করে ফেসবুকে ভার‌তের কলকাতার বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব তারিক চয়ন লিখেছেন, আজ থেকে ঠিক ১০ বছর ৩ মাস আগে (০৩ জানুয়ারি, ২০১৫) শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস স্যারকে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ থাইল্যান্ডের ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় স্যার মোদিকে সেদিনের সেই ছবিটি উপহার দেন।

এদিন দুপুরে দুই প্রতিবেশি নেতার মধ্যে আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। এই বৈঠককে বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, সিএ-এর প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র সচিব মো. জসিমসহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com