মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোর্ট রাস্তা পৌরসভার সামনে ফুচকার দোকানের পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সঠিক কারণ জানা যায়নি।
ওসি বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’
নদীবন্দর/এএস