বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের পর বিশ্ববাজারে বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে ঘুরে দাঁড়িয়ে ফের বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। এরই মধ্যে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩ হাজার ২০০ ডলার অতিক্রম করে নতুন শীর্ষে পৌঁছেছে। এর পেছনে রয়েছে ডলারের দামের পতন ও ট্রাম্পের শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের প্রভাব, যা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে।
শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা, ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমানোর প্রত্যাশা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে বর্ধিত প্রবাহও এই বছর ধাতুটির উত্থানকে ইন্ধন জুগিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১৬ দশমিক ৪৮ ডলারে। বুলিয়ন সেশনের শুরুতে যা ৩ হাজার ২১৯ দশমিক ৭৩ ডলারের সর্বকালের সর্বোচ্চ মূল্য ছুঁয়েছে; যা সপ্তাহের জন্য ৫ শতাংশের বেশি বেড়েছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ২৩৬ ডলারে বেচাকেনা হচ্ছে।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, ‘এই মুহূর্তে মার্কিন ডলারের দ্রুত দুর্বলতা স্বর্ণের প্রত্যাবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মনে হচ্ছে।’
ট্রাডু ডট কমের সিনিয়র বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘স্বর্ণ তার নিরাপদ আশ্রয়স্থলের আকর্ষণ ফিরে পেয়েছে এবং দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’
আর ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম। এখন এটি প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার ছাড়ানোর অপেক্ষায়।’
বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে। কারণ, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সে হিসেবে সবশেষ গত ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি কার্যকর হচ্ছে আজ শুক্রবার থেকে।
এ নিয়ে চলতি বছর ১৯ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৪ বার, আর কমেছে মাত্র ৫ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
নদীবন্দর/জেএস