সারাদেশের ন্যায় নেত্রকোনায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা জেলাপ্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে গতকাল রবিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রথম টিকাগ্রহন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। পরবর্তীতে টিকাগ্রহন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা সাংবাদিকদের জানান, নেত্রকোনায় ৭২ হাজার টিকার ভ্যাকসিন এসেছে। প্রত্যেককে ২ ডোজ করে ৩৬ হাজার ব্যাক্তিকে এই টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে টিকা নেয়া ব্যাক্তিদেরকে চারসপ্তাহ পর ভ্যাকসিনের আবার দ্বিতীয় ডোজ দেয়া হবে। তিনি আরো জানান, টিকাদান উদ্বোধনের প্রথমদিনে সারা জেলায় ১ হাজার৭ জন ব্যাক্তিকে ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩হাজার ৪ শত ৪১ জন ব্যাক্তি নিবন্ধিত হয়েছে।
এর আগে সকাল সোয়া দশটায় দিকে নেত্রকোনা ইপিআই ভবনে জেলা প্রশাসককাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানুমজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা সিভিলে সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞাসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
নদী বন্দর / পিকে