রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় সড়ক এবং ফ্লাইওভার অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে গেছে রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চল। সড়কে স্থবির হয়ে আছে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
পুলিশ জানায়, ছয় দফা দাবিতে বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অন্যদিকে কাছাকাছি সময়ে মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেন একদল শিক্ষর্থী। এতে তেজগাঁও থেকে মোহাম্মদপুর পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তেজগাঁ শিল্পাঞ্চল থানার ওসি কাজী শামিমুর রহমান জানান, প্রায় হাজার খানেক শিক্ষার্থী সকাল সাড়ে ১০টা থেকে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে আমরা চেষ্টা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় দফা দাবিতে সকাল থেকে সাতরাস্তা, মগবাজার ফ্লাইওভার, কারওয়ান বাজার ফ্লাইওভার পর্যন্ত অবরোধ করে রেখেছেন পলিটেকনিকের একদল ছাত্র। তারা কোনো যান চলাচল করতে দিচ্ছেন না। ফলে ফ্লাইভারের ওপরে আটকা পড়েছে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং যানবাহন। ফ্লাইভারের ওপরে আটকেপড়া যানবাহনগুলো নামতে বাধা দিচ্ছেন তারা।
এর ফলে মগবাজার কারওয়ান বাজার, সাত রাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়েছে শাহবাগ, রমনা, শান্তিনগর, বাংলামোটর এবং হাতিরঝিলে এলাকায়।
এই মুহূর্তে সাতরাস্তা মোড় এলাকায় অবস্থান নিয়ে সেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাদের কারণে সেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে মোহাম্মদপুর এলাকায় আল্লাহ করিম মসজিদের সামনের মোড়ে একদল ছাত্র অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এতে আসাদগেট, বেড়িবাঁধ এবং ধানমন্ডি এলাকায় যাওয়ার সড়কে কোনো যান চলাচল করছে না। বিশেষ করে আল্লাহ করিমের সামনে বেড়িবাঁধ থেকে আসা শতশত লোকজন ভোগান্তিতে পড়েছেন। আটকা পড়েছে শতাধিক যানবাহন। অনেকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে রওনা হচ্ছেন।
নদীবন্দর/জেএস