বিভিন্ন খাত নিয়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর নিজেদের মতামত উপস্থাপন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এ মতামত তুলে ধরেন দলটির প্রতিনিধিরা।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান।
এই আলোচনায় বিএনপি নেতারা পাঁচটি কমিশনের প্রস্তাব খতিয়ে দেখে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা বিভিন্ন বিষয়ে সংশোধনী প্রস্তাব এবং অতীত অভিজ্ঞতার আলোকে কিছু বাস্তবভিত্তিক সুপারিশও তুলে ধরেন।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর ড. ইফতেখারুজ্জামান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক সফররাজ খান এবং ঐকমত্য কমিশনের সদস্য-সচিব মনির হায়দার।
বৈঠকে দুই পক্ষই খোলামেলা আলোচনা করেন। কমিশনের সদস্যরা বিএনপির প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে আরও মতবিনিময়ের আশ্বাস দেন।
বিএনপির নেতারা বলেন, দেশের টেকসই গণতন্ত্র, সুশাসন এবং সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গঠনের জন্য সত্যিকার সংস্কার জরুরি। এজন্য সব রাজনৈতিক শক্তিকে আস্থার ভিত্তিতে কাজ করতে হবে।
নদীবন্দর/জেএস