রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ দলটির যৌথ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
দলীয় সূত্রমতে, ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিও আজকের সভায় চূড়ান্ত হতে পারে।
এদিকে সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন, গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তন এবং কুড়িগ্রাম আলমাস কমিউনিটি সেন্টারে একযোগে ৩১-দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নদীবন্দর/ইপিটি